তথ্য - প্রযুক্তি
  আউটসোর্সিংয়ের নতুন খাত খুঁজে পেয়েছি: জুনায়েদ আহমেদ পলক
  12-01-2017

মানবািধকার খবর রিপোর্ট

জুনায়েদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘আইটি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আমরা নতুন একটি খাত খুঁজে পেয়েছি। সেটি হলে অ্যাকাউন্টিং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)। এটাকেই এখন থেকে ফোকাস করা হবে যাতে তরুণরা এতে উৎসাহিত হয়।’

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তিন বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের আইসিটি বিভাগ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘এগিয়ে যাওয়ার তিন বছর’ শীর্ষক অনুষ্ঠানে পলক বলেন, ‘২০১২ সাল নাগাদ আমরা তথ্যপ্রযুক্তি ও সেবা রফতানি করে ৫ বিলিয়ন ডলার আয় করবো। ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ এই লক্ষ্যমাত্রা ১ বিলিয়ন ডলার। বর্তমানে এই আয় ৭০০ মিলিয়ন ডলার।’

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের গত তিন বছরের অর্জন, সাফল্য ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেখানো হয়।

সেখানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অনেকে।