সাহিত্য ও সাময়িকি
  আমি নেই
  07-01-2017

মোশতাক রাইহান :

সেই কবে মরছি আমি,
তোমার বিরহে কাতর হয়ে।
জীবনের সেই চাওয়া পাওয়া,
সবই দিয়েছি তোমার তরে বিলিয়ে।


এখন আর কিছুই নেই আমার কাছে,
শুধু কয়েক ফোটা অশ্রু জল বাদে।
ভালোবাসা ছাড়া কখন চাইনি কিছু,
ভালবাসতে চেয়েছি তোমায়।

ভালো আর নাই বা বাসো,
তাতে নেই আমার অনুযোগ।
শুধু আমি যে ভালোবাসি,
শুধু তাই জানিয়ে দিলাম।

আমি যদি ভুল করে থাকি
তুমি করে দিও ক্ষমা।
আমি পারবোনা ভুলেতে তোমায়,
এই হৃদয়ের গভীর থেকে।

তুমি জাগিয়ে ছো মনের আশা,
থামিয়ে দিলে স্বপ্ন।
তুমি করেছো আশা গুলো নিরাশ,
থামিয়ে দিলে সুখ।

তুমি আর আসলে না ফিরে,
পাখি আর ফিরে নাই আপন নীড়ে।
সন্ধ্যা বেলা আজও ফিরে আসে,
সন্ধ্যরা আজও খুজে বেড়ায়।


আমি আর নাই বা ফিরলাম,
আর নাই বা দেখতে গেলাম বসুন্ধরা।
তবুও অপেক্ষা করব তোমার জন্য,
এপার থেকে ওপার।