বিজ্ঞান-প্রযুক্তি
  গ্রামীণফোনের ‘০১৩’ সিরিজ চূড়ান্ত হচ্ছে
  01-11-2016

 

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

বিদ্যমান নম্বর সিরিজ ফুরিয়ে আসায় গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ ‘০১৩’ এর অনুমোদন নভেম্বরের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ৩০ অক্টোবর রোববার বলেন, ‘০১৩’ কোড গ্রামীণফোনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নম্বর সিরিজের চূড়ান্ত অনুমোদন হলে কিছু প্রক্রিয়া শেষে গ্রামীণফোনের গ্রাহকরা ‘০১৭’ এর পাশাপাশি ’০১৩’ সিরিজ ব্যবহার করতে পারবেন। গত ২১ আগস্ট বিটিআরসি’র কমিশন সভায় কিছু শর্ত অনুসারে গ্রামীণফোনকে নতুন এই নম্বর সিরিজের অনুমোদন দেওয়া হয়। আগামী দুই-তিন মাসের মধ্যে নতুন নম্বর সিরিজ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।