সাহিত্য ও সাময়িকি
  কণ্ঠশিল্পী মমতাজ বেগম
  01-11-2016

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

মমতাজ চক্ষু হাসপাতাল, তাঁর স্বপ্নের জায়গা। এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন মমতাজ বেগম। মানিকগঞ্জ শহরের জয়রা রোডে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন ২০০৪ সালের ৭ জানুয়ারি। নামমাত্র মূল্যে রোগীরা চিকিৎসা নিতে পারেন হাসপাতালে। মুঠোফোনে মমতাজ বলেন, ‘মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এ হাসপাতাল প্রতিষ্ঠা করি।’ হাসপাতাল শুধু একটাই নয়, ২০০৮ সালে সিঙ্গাইর উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে প্রতিষ্ঠা করেন ‘মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল’। কণ্ঠশিল্পী থেকে এসেছেন রাজনীতিতে। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সাংসদ হন, ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই শিল্পী। মমতাজ বেগম এখন দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি হিসেবে। নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচার চালানোর জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শুভেচ্ছাদূত নির্বাচিত হন ২০১০ সালে। এ ছাড়া আন্তর্জাতিক চক্ষু চিকিৎসা সংস্থা অরবিসের দৃষ্টিদূত হিসেবেও বাংলাদেশে কাজ করেছেন তিনি।