মানবাধিকার খবর পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব এর কনফারেন্স লাউঞ্জে ৭ মে ২০১৬ শনিবার এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে মানবাধিকার খবরের প্রধান উপদেষ্ঠা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানসহ দেশ বরেণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন।
অনিবার্য কারনবসত: বিশেষ অতিথি ড. মিজানুর রহমান মহোদয়ের নিকট আত্মীয় কানাডায় মারা যাওয়ায় এবং তিনি বর্তমানে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে ২-১০ মে সৌদি আরব থাকায় নির্ধারিত তারিখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত নতুন তারিখ সংশ্লিষ্ঠ সকলকে জানিয়ে দেয়া হবে।
-সম্পাদক
|