নাজমুল মোল্ল্যা (৩৮), পিতা: মোহাম্মদ আলী মোল্লা, মাতা : মাবিয়া বেগম, জাতীয় পরিচয় পত্র নং : ১৯১৯৮৪৭৩৪১ ,ঠিকানা(স্থায়ী) - গ্রাম -ঘোষের চর, থানা -গোপালগঞ্জ সদর, জেলা -গোপালগঞ্জ ও ঠিকানা(বর্তমান)-চরমানিকদাহ, গ্রাম- চরমানিকদাহ, ইউনিয়ন/ওয়ার্ড-লতিফপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, মোবাইল নং -০১৭৯৩৪০৪৫৯৭।আমার গত ইং ১৫/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় রাজৈর থানাধীন খালিয়া শান্তিকেন্দ্র এলাকা হইতে আমার সাথে থাকা আমার ডিগ্রী এর মূল সনদপত্র ও মার্কশীট, যাহার রেজিস্টেশন নং- ৮৫৯০৯৩০, রোল নম্বর- ৩২৫৩২৭৩, শিক্ষা প্রতিষ্ঠান- সরকারী বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ, হারিয়ে গিয়াছে। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন জিডি করা হয়েছে। জিডি নং: ৭১০
|