বিনোদন
  একসাথে জুটি বাঁধলেন শিপন মিত্র ও দীপান্বিতা রায়।
  14-10-2025

শাহীন আলম জয়: জাফর আল মামুন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "চাইল্ড অব দ্যা স্টেশন" এ একসাথে দেখা যাবে এই জুটিকে।

স্টেশনের প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করা শিশুদের উপরে আলোকপাত করে লিখিত হয়েছে এই সিনেমার গল্প। তাদের জীবনের অন্ধকার অধ্যায়ের গোপন গভীর দিকগুলো ফুঁটে উঠেছে এই সিনেমায়। তাদের মধ্যে অনেক পিতৃমাতৃ পরিচয়হীন শিশুরা রয়েছে, যাদের কাছে বেঁচে থাকাটাই এক মহাসংগ্রাম। পরিচালক নিক্ষুতভাবে এর বাস্তব চিত্র ফুঁটিয়ে তুলেছেন।

গল্পে দীপা নামের চরিত্রটি একজন ডাক্তার, যে মেয়েটি অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছে। সে স্বপ্ন দেখে, বস্তির অসহায় মানুষের জীবনে একদিন আলো আসবে। স্টেশনের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিশুদের নিয়ে একটি পুনর্বাসন কেন্দ্র তৈরি করার স্বপ্ন দেখে সে। তার প্রেমিক ডা. আবিক তাকে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। দীপার যোগ্য পার্টনার আবির। কিন্তু, সত্যি ই কি দীপার সাথে স্বচ্ছ আবির??? আবিরের আচরণের গভীরে কী যেন রহস্য, কী সেটা??? দীপা কি পারবে সেই রহস্য উন্মোচন করতে? সেই প্রশ্ন নিয়ে এগিয়ে চলে গল্প।
দীপা এবং আবির চরিত্রে অভিনয় করছে দীপান্বিতা রায় ও শিপন মিত্র।

গল্পে অন্য একটি চরিত্র শ্রাবনী, যে মেয়েটি বিদেশে থাকে, সে তার জন্মপরিচয় জানে না। জন্মপরিচয় এর খোঁজে সে বাংলাদেশে আসে, এবং সেও স্টেশনের শিশুদের পুনর্বাসনের স্বপ্ন দেখে। তার সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করে স্বপ্নীল। গল্পের শেষে দীপা ও শ্রাবনীর মেলবন্ধন ঘটে এবং তারা অবহেলিত শিশুদের নিয়ে একযোগে কাজ করে। শ্রাবনী ও স্বপ্নীলের চরিত্রে অভিনয় করছে মৌ খান ও ইমতিয়াজ বর্ষণ।

এছাড়াও এই চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে কাজ করেছেন এলিনা শাম্মী, রকি খান, আরজুমান আরা বকুল, শাহেলা আক্তার, মিন্টু সরদার, সঞ্জয় রাজ, ফারগানা মিল্টন ও একঝাঁক শিশু শিল্পী।

চলচ্চিত্রের নির্মাণশৈশী অসাধারণ, এটি একটি আর্টফিল্ম। গতানুগতিক ধারায় বাইরে গিয়ে পরিচালক জাফর আল মামুন ভিন্ন আঙ্গিকে এই চলচ্চিত্র নির্মান করছেন। আশা করি, খুব ব্যাতিক্রম একটি চলচ্চিত্র হবে এটি