সারাদেশ
  কুড়িগ্রামে প্রথমবারের মতন চরের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে জাদুঘর
  07-10-2025
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে দেশের একমাত্র চরভিত্তিক জাদুঘর। স্থানীয় কিছু তরুণের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এই জাদুঘরটির নাম “চর জাদুঘর”, যা সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের গারুহাড়া স্কুল বাজার এলাকায় অবস্থিত।
 
চরের মানুষের সংগ্রাম, জীবনযাপন, ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণের লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ। তরুণ ক্লাইমেট অ্যাডভোকেট ও চর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার স্বপন কুমার সরকার তাঁর গবেষণা ও অভিজ্ঞতার আলোকে গড়ে তুলেছেন JFCLR (Justice for Char and Local Research) নামের একটি উন্নয়ন পরিকল্পনা, যার আওতায় এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।
 
কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই, একদল তরুণ নিজেদের টিউশনির জমানো টাকা দিয়ে একটি টিনশেড ঘরে এই জাদুঘর গড়ে তুলেছেন। এখানে প্রদর্শিত হচ্ছে চরবাসীর ব্যবহার্য বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী—পুরাতন মাটির হাঁড়ি, কাদা, মটকা, ডাবু, পাখা, শিখা, ব্যবহৃত পোশাক, কৃষিকাজের পাসুন, কাঁচি, লাঙল, নদীর পানি, চরের ফসলসহ সাক্ষ্যভিত্তিক অডিও গান ইত্যাদি।
 
প্রতিষ্ঠাতা স্বপন কুমার সরকার বলেন, “চরের মানুষের জীবন সংগ্রামমুখর হলেও তাদের গল্প কোথাও সংরক্ষিত হয়নি। এই জাদুঘরের মাধ্যমে সেই গল্প নতুন প্রজন্ম ও বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।”
 
সহ-প্রতিষ্ঠাতা ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব ইসলাম জানান, “এমন উদ্যোগে স্থানীয় ও বাইরের মানুষের প্রশংসা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”
 
কমিউনিকেশন হেড নিম্মি ইসলাম বলেন, “চর জাদুঘর প্রমাণ করেছে যে কুড়িগ্রামের তরুণরাও চর নিয়ে নেতৃত্ব দিতে সক্ষম। আমাদের সামনে আরও কিছু পরিকল্পনা রয়েছে যা সবাইকে চমকে দেবে।”
 
সহ-প্রতিষ্ঠাতা ও সাইড অপারেশন হেড শাকিল ইসলাম যোগ করেন, “এটি বাংলাদেশের প্রথম চরভিত্তিক জাদুঘর। আমরা চাই চরাঞ্চলের বাস্তব চিত্র ও সংগ্রামের কাহিনি মানুষের সামনে আসুক এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করুক।”
 
স্থানীয় শিক্ষক, নাগরিক সমাজ ও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বর্তমানে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।