মওদুদ আব্দুল্লাহ শুভ্র ( ব্যুরোচীফ-কুমিল্লা): র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে কুমিল্লা শহর থেকে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর ২০২৫) ভোরে র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে জেসমিন (৪০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবাদ মিয়া খন্দকারের স্ত্রী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেছেন যে, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য স্কাফ ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
|