সারাদেশ
  প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি
  04-10-2025

মওদুদ আব্দুল্লাহ শুভ্র( ব্যুরো চীফ- কুমিল্লা):-বাংলা নিউজ ডেস্ক:-বিদেশি নম্বর থেকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম-কে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এই ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

 

জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক আয়োজন করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায়, তবে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।

 

পরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ৬৫ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় মিথুন ঢালীকে ২ নম্বর আসামি করা হয়।

 

এর পরদিন শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে মিথুন ঢালী ফোন করে ওসি মাইনুল ইসলামকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন।

তিনি ওসিকে বলেন, “তুমি ও তোমার প্রধান উপদেষ্টা ড. ইউনূস—দু’জনেরই মৃত্যু নিশ্চিত।”

 

এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। পরে বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে আমাকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশে থানায় জিডি করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্ত মিথুন ঢালীকে গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে, এবং তার বিদেশি নম্বরটি টেলিযোগাযোগ নজরদারির আওতায় আনা হয়েছে।

 

জাজিরা থানার একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

প্রয়োজনে সাইবার ইউনিট ও ইন্টারপোলের সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্মকর্তা।