সারাদেশ
  টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
  22-09-2025

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাহারা সুপার মার্কেটের পাশে অবস্থিত একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তেই তা গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্য এবং তিনজন স্থানীয় শ্রমিক দগ্ধ হন। তাদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হলে পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সাহারা মার্কেট ও এর আশপাশে বহু কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে যেগুলোর বেশিরভাগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এ কারণে এসব স্থানে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা প্রশাসনের কাছে এসব ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন