সারাদেশ
  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে থানায় জিডি
  22-09-2025

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মোঃ আকতারুল ইসলাম রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

থানা সূত্রে জানা গেছে, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অনলাইনের মাধ্যমে এ জিডি করেন তালাশ বিডি ডটকমের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি ও মানবাধিকার খবর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আকতারুল ইসলাম।

জিডিতে রাণীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসাইন রনিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ব্যক্তি তার ব্যাক্তিগত ফেসবুক আইডি  “বেলাল হোসাইন রনি” যাহার আইডি লিংক https://www.facebook.com/rony.papia.3  নামে ফেসবুক আইডি ব্যবহার করে সাংবাদিক মোঃ আকতারুল ইসলাম এর বিরুদ্ধে মানহানিকর ও অসত্য তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।

সাংবাদিক মোঃ আকতারুল ইসলাম জানান, সম্প্রতি তালাশ বিডি অনলাইন নিউজ পটালে রাণীশংকৈলের ভরনিয়ায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া যুবকে ৫ লক্ষ টাকায় রফা দফা করলেন বিএনপি নেতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগতভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন অভিযুক্ত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রতিকার দাবি করেছেন।

অভিযুক্ত বেলাল হোসাইন রনির বক্তব্য পাওয়া যায়নি।