মো: একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুলাই পুর্নাজাগরনে সমাজ গঠনে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায়, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সীসহ উপজেলা ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, চিতলমারী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
|