সারাদেশ
  চিতলমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধ পরস্পর বিরোধী বক্তব্য
  27-07-2025


মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের পরস্পর
বিরোধী অভিযোগ পাওয়া গেছে। চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের খাকীপাড়া
মধুমতি নদীর হক ক্যানেল এর পাশে অবস্থিত এই জমির বি,আর,এস খতিয়ান নং-২৬৪৮,
মৌজা হিজলা, জে এল নং-০১৬। যার দাগ নং-৪০৮৭,৪০৮৮,৪০৮৯ জমির পরিমান ৬২ শতাংশ।
উপজেলার হিজলা খাকী পাড়া গ্রামের মৃত: খলিলুর রহমান শিকদার এর ছেলে দাউদ শিকদার,
বাবুল শিকদার ও তার চাচাতো ভাই গাউছ শিকদার ক্রয় মূলে দীর্ঘ ১৯৭৫ সাল থেকে এই
সম্পত্তি ভোগদখল করে আসছেন।
বাদী দাউদ শিকদার গং- ১৯৭৫ সাল থেকে সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসলেও
গত ২৪ জুন সকাল ১০টায় উক্ত ইউনিয়নের হিজলা মোল্লা পাড়া গ্রামের মৃত: মালেক
মোল্লার পুত্র আহম্মদ আলী মোল্লার (৫৫), নেতৃত্বে মৃত: শাজাহান মোল্লার ছেলে রবিউল
মোল্লা(৪০), মহিউদ্দীন মোল্লার ২পুত্র দীন ইসলাম(৩২) ও জসিম মোল্লা (২৬) সহ ১৩ জনের
একটি দল ওই সম্পত্তি দখলের চেষ্টা চালায়। যার প্রেক্ষিতে গত ২৪.০৬.২০২৫ তারিখ উক্ত
আসামীদের বিরুদ্ধে দাউদ শিকদার চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করেন।
সরেজমিনে দাউদ শিকদার সাংবাদিকদের বলেন, তাদের এই সম্পত্তি ১৯৭৫ সালে ক্রয়কৃত ;
মূল মালিকের নিকট থেকে ক্রয়কৃত দলিল নং-১২৮০, তারিখ- ১৩/০৫/১৯৮৭, দলিল নং-৯১২,
তারিখ- ১৯/০৩/১৯৮৭, দলিল নং-১৫৮৩, তারিখ ৯/০৬/১৯৭৭, দলিল নং-৬,৫৫৬, তারিখ-
১১/০৯/১৯৭৫ উক্ত দলিল সমূহ দাখিল পূর্বক দাউদ আলী শিকদার বাগেরহাট বিজ্ঞ সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালতে ০৯.০৭.২৫ তারিখ একটি মামলা দায়ের
করেছেন। যার আসামী করা হয়েছে উপরোক্ত আহম্মদ মোল্লাসহ ১৫জনকে।
এব্যপারে স্থানীয় দীন মোহাম্মাদ (দলিল লেখক) বলেন, উক্ত সম্পত্তি ক্রয়সূত্রে ১৯৭৫ সাল
থেকে দাউদ শিকদার গং ভোগ-দখল করেআসছেন; আমি কাগজপত্র দেখেছি।
জমির পাশের খাদিজা বেগম জানান বহুদিন ধরে দাউদরা এই জমি খায় হটাৎ কেন আহম্মদ
ও তার লোকজন জমি দখল করতে আসলো বুঝলামনা।
স্থানীয় জাকির হোসেন বলেন, ওনরা প্রভাবশালী তাই জোরদখল করতে চায় এবং হুমকি-
ধামকি দেয়।
এব্যপারে বিবাদী আহম্মাদ মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন বাদীপক্ষ যে
সম্পত্তি দাবি করেন তা ওইসব দাগে নয়।