সারাদেশ
  চিতলমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে, দোকানঘর নির্মানের অভিযোগ
  17-07-2025

মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে সৌদী প্রবাসীর জমি দখল করে বিএনপি নেতার দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগি দুই প্রবাসীর বৃদ্ধা “মা” ও স্ত্রী দ্বারে-দ্বাওে বিচার চেয়েও বিচার পায়নি। পরিবারটি দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনাটি ঘটেছে, চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাস স্টান্ডের পাশে।
সরেজমিন, এলাকাবাসি ও ভুক্তভোগি পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ী মৌজার খতিয়ান নং-৪৩২, ডিপি -৩৮১, জে,এল- ০৭ এর দাগ নং-৪৮৪,৪৮৫,৪৮২,৪৮৩ জমির পরিমান ৬২ শতাংশ (ডাঙ্গা এবং বাড়ী) উক্ত সম্পত্তি ক্রয়সূত্রে মালিক মৃত: ইয়াকুব আলী, পিতা মৃত: ছাকেন আলী। ইয়াকুব আলীর মৃত্যুর পর তার ওয়ারেশ ছেলে মাও : নুরুল ইসলাম ওরফে মুহাইমিনুল, আব্দুল কাদের শেখ, বোরহান উদ্দীন শেখ তাদের মা’ রাবেয়া বেগম গং। প্রায় অর্ধশত বছর ধরে সেখানে বসবাস ও ভোগ-দখল করে আসছেন তারা। এ মতাবস্থায় গত ১২ জুলাই কলাতলা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শিহাব শেখ ঢাকা পিরোজপুর সড়কের পাশে অবস্থিত ঐ সম্পত্তিতে জোর পূর্বক দোকান ঘর নির্মানের কাজ শুরু করেন। নির্মান কাজে বাঁধা দিলে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী ও মাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
মৃত: ইয়াকুব আলীর স্ত্রী রাবেয়া বেগম (৭৫) ও তার সৌদি প্রবাসী দুই ছেলের স্ত্রী সোনিয়া এবং পারভীন খানম পৃথক ভাবে জানান, বিএনপি নেতা সিহাব শেখকে জোর করে ঘর তুলতে বাঁধা দিলে তিনি তাদেও বিশ্রি ভাষায় গালা-গাল করে এবং নোংরা কথা বলে। বিষয়টি নিয়ে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পে একটা সালিশ বৈঠক হয়। সেখানে শিহাব শেখের অনুকুলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেনি। চিতলমারী সাব রেজি: অফিসের দলিল লেখক মো: আনিস শেখ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কাগজপত্র সম্পর্কে আনিস শেখ এর সাথে কথা হলে তিনি জানান, শিহাব শেখের কোন সম্পত্তি ওখানে নেই । পুরুষ ছেলেরা দেশের বাহিরে থাকায় সে জোর করে ওই সম্পত্তি বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ ভাবে দখল করছে।
প্রবাসী আব্দুল কাদের জানান, সিহাব জায়গা দখলের সময় তার স্ত্রী পারভীন খানম তাকে ফোন দেয়, এ সময় তিনি উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে মুঠোফোনে জানান। টুলু বিশ্বাস বিষয়টির খোঁজ-খবর নেয়ার জন্য কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাউচ কাজীকে অবগত করেন। ১৪ জুলাই সকালে ওয়ার্ড বিএনপির ওই সাধারণ সম্পাদক শিহাব শেখকে বিষয়টি নিয়ে সালিশ ব্যবস্থার কথা বলে সেখান থেকে চলে যান। তার পর থেকে একই ভাবে ওই সম্পত্তিতে নির্মান কাজ অব্যহত রাখেন বিএনপি নেতা শিহাব শেখ। এব্যপারে বুধবার ১৬ জুলাই দুপুরে সরেজমিনে শিহাব শেখের সাথে কথা হলে তিনি বলেন ক্রয়সূত্রে তিনি উক্ত সম্পত্তির মালিক।