মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : সফরের অংশ হিসেবে রবিবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঝিলংজা হর্টিকালচার সেন্টারের হলরুমে অনুষ্ঠিত “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের” কৃষক প্রশিক্ষণে যোগদান করেন।
সদর উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রকল্প পরিচালক ড.আকরাম হোসেন চৌধুরী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপপরিচালক ড.বিমল কুমার প্রামানিক,রামু হর্টিকালচার সেন্টারের উপপরিচালক রাশেদ হাসনাত,ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কুতুব উদ্দিন বক্তব্য রাখেন।
দুপুরে অতিরিক্ত সচিব মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কক্সবাজারের আয়োজনে বিএডিসি প্রশিক্ষণ কক্ষে মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ এবং সারের অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকের সাথে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব জাকির হোসেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান কার্যালয় ঢাকার মহাপরিচালক ড.বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো:আফসার আলী,কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড.বিমল কুমার প্রামানিক,মৃত্তিকা সম্পদের কক্সবাজারের কর্মকর্তা জাহিদ ফজল।
এতে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।
বিকাল ৩টায় অতিরিক্ত সচিব মো:জাকির হোসেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজারে কর্মরত অফিস প্রধানদের সঙ্গে কক্সবাজারের কৃষিক্ষেত্রের বর্তমান অবস্থা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন।
পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের সামুদ্রিক শৈবাল গবেষণা ল্যাবরেটরি পরিদর্শন করেন।
এসময় প্রতিষ্ঠান উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক আহমেদ বাংলাদেশের বিশাল সমুদ্র উপকুলে শৈবাল চাষের সম্ভাবনা এবং এর পুষ্টিগুণ,ব্যবহার ও উৎপাদিত শৈবাল বিদেশে রপ্তানির বিষয়ে আলোকপাত করেন।
দিনব্যাপী সফর শেষে গতকাল সন্ধ্যায় বিমানযোগে অতিরিক্ত সচিব কক্সবাজার ত্যাগ করেন।
|