সারাদেশ
  চট্টগ্রামের আ.লীগ নেতা নুরুল আবছার চৌধুরী গ্রেপ্তার
  06-05-2025

মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাপ্তাহিক ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাতকানিয়া থানার পুলিশ উপ পরিদর্শক রোমান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে নুরুল আবছার চৌধুরীকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে  জানান, নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।