মোঃ একরামুল হক মুন্সী,চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১ মে) সকাল ১০ টায় উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃ ইউসুফ আলী শেখ এর সভাপতিত্বে র্যালি টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাগেরহাট- ১ আসনে সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চীফ ইঞ্জিনিয়ার নৌ এড: মাসুদ রানা, উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, যুগ্ম আহবায়ক সোয়েব হোসেন গাজী, শিপন মুন্সি, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি এ্যাড, শেখ ফজলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক রাজু খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম গাজী,উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি ইউনুস বিশ্বাস, উপজেলা কৃষকদল সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মোল্লাসহ বিএনপির ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে দিবসটি পালন করেন ইসলামী শ্রমিক আন্দোলন চিতলমারী উপজেলা শাখা। এ সময় র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী শ্রমিক আন্দোলনের বাগেরহাট জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চিতলমারী উপজেলার শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী, সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন খান,যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি ডাঃ নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার শেখসহ আরও অনেকে। অপরদিকে সকাল ৯টায় চিতলমারী উপজেলা কাঠ ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে র্যালি করেন।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কাঠ ফার্নিচার শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ আবু সাইদ মুন্সি,সাধারণ সম্পাদক বশার শেখ,সাবেক সভাপতি পংকজ মন্ডলসহ আরও অনেকে।
|