সারাদেশ
  ছিনতাই,চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে কক্সবাজারে লাঠি মিছিল
  03-03-2025
 মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাঠি মিছিল করেছেন ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকায় এই মিছিল করা হয়।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার বড়বাজারের এক ব্যবসায়ীকে দোকানের ভেতর ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা।

সম্প্রতি শহরের প্রধান সড়ক, পর্যটন স্পট সমূদ্র সৈকতসহ গুরুত্বপূর্ন জায়গায় ছিনতাই বেড়েছে। সেই সঙ্গে বড় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চলছে চাঁদাবাজি।যার প্রভাব পড়ছে ব্যবসায়। ব্যবসায়ীরা বিভিন্ন গণমাধ্যমকে আরো বলেন, ‘আজ থেকে বড়বাজার এলাকায় কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি করার চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে। ’