সারাদেশ
  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে টানা ২০ দিন গণইফতার কর্মসূচি
  03-03-2025
মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের দাওয়া সংগঠন মিনারের উদ্যোগে ১ম থেকে ২০তম রমজান পর্যন্ত গণইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আলাদাভাবে অংশগ্রহণ করতে পারবেন। 

রোববার (২ মার্চ) ইসলামী ছাত্রশিবির চবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

এছাড়া মিনারের ফেসবুক পেজে জানানো হয়েছে, ১ম রমজানের গণইফতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ইফতারের পূর্বে আসর নামাজের পর ‘তাকওয়ার সামগ্রিক রূপরেখা’র ওপর দারস পেশ করবেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আব্দুল কাদের। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চবি শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম  বলেন, গত বছর রমজানের সময় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে কিছু দরিদ্র শিক্ষার্থী পোস্ট করেন যে, ‘তারা ইফতার করতে পারছেন না। যদি কোনো মসজিদে ইফতার কর্মসূচি থাকে, তাহলে তাদেরকে জানাতে।’ এই বিষয়টি দেখার পর সেই বছরই গণইফতার কর্মসূচি পালনের ইচ্ছে থাকলেও বড় পরিসরে করা সম্ভব হয়নি। তবে এ বছর সেই সকল শিক্ষার্থীদের কল্যাণে একটানা ২০ দিন গণইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ছাত্রীদের হলে সেচ্ছাসেবী হিসেবে কোনো ছাত্র কাজ করবে কি না এমন প্রশ্নের জবাবে চবি ছাত্রশিবির সভাপতি বলেন, না। ছাত্রীদের হলে ছাত্রীদের মধ্য থেকেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।