সারাদেশ
  কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় র‍্যাবের পৃথক অভিযানে ৬ ছিনতাইকারী আটক
  03-03-2025

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার মৃত শ্রীমন্ত দের পুত্র হিরন দে (২৮), দক্ষিণ মুহুড়ী পাড়া এলাকার মো. আব্দুল কাইয়ুম পুত্র মো. শাহআলম (৩৫), নতুন বাহারছড়া এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে মো. মঞ্জুর আলম (৩০), সৈকতপাড়া এলাকার নাসির উদ্দিনের পুত্র সায়মন নাহিদ নুর জীবন (২০), লাইট হাউজ এলাকার জাফর আহাম্মদ পুত্র ওয়াসিম (২৬), নতুন বাহারছড়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. হান্নান (১৯)। 

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম কে  নিশ্চিত করেন র‍্যাব ১৫ সহকারী পুলিশ সুপার (‌‘ল’ অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক। 

তিনি জানান, বেশ কিছুদিন ধরে কক্সবাজার শহরের  বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল ছিনতাইকারীরা। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের মধ্যে অনেকেই তালিকাভুক্ত ছিনতাইকারী। এই অভিযান চলমান থাকবে।