সারাদেশ
  ৭০০কোটি টাকার মালিক চট্টগ্রামের ফটিকছড়ির সোনা আবু গ্রেফতার ;
  04-02-2025

মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম :  বিদেশে পালিয়ে যেতে বিমানবন্দরে গিয়েও শেষ রক্ষা হলো না চট্টগ্রামের সোনা চোরাচালানে অভিযুক্ত আবু আহমেদ, যাকে ‘সোনা আবু’ নামেও পরিচিত।

গতকাল রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এরপর তাঁকে চট্টগ্রামের ডবলমুরিং থানার পুলিশ ঢাকা থেকে আজ সোমবার চট্টগ্রাম নিয়ে আসে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিভিন্ন গণমাধ্যমকে জানান, আবু আহমেদ একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবু আহমেদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে এবং তিনি ১৯৯১ সালে শ্রমিক ভিসা নিয়ে দুবাই যান। বিদেশে গিয়ে তিনি সোনা চোরাচালানি ও হুন্ডির ব্যবসা শুরু করেন।

কিছুদিন আগে সিআইডি ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট আবু আহমেদের ৭২১ কোটি টাকার সম্পদের খোঁজ পায়। এর মধ্যে রয়েছে বেশ কিছু বিলাসবহুল বাড়ি, ভবন এবং দুবাইয়ে তিনটি দোকান। তদন্তে জানা যায়, আবু আহমেদ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন।

২০১৩ সালে তাকে অপহরণ করা হয় এবং এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান। এরপর সোনা চোরাচালানের সাথে তার নাম জড়িত হয়। ২০১৪ সালে ঢাকায় সোনা চোরাচালানের বেশ কয়েকটি চালান ধরা পড়ে, যার মধ্যে ছিল ১০৫ কেজি সোনা এবং বিপুল পরিমাণ সৌদি মুদ্রা। ২০১৬ সালে আরও একটি বড় সোনা চালান ধরা পড়ে।

এ সব ঘটনায় আবু আহমেদ বিভিন্ন মামলায় অভিযুক্ত হন এবং একাধিকবার গ্রেপ্তার হলেও তিনি পুনরায় মুক্তি পেয়ে আবারো অপরাধের জাল বিস্তার করেন।