মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : গত ১লা ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে আয়ের প্রধান উৎস বন্ধ হওয়ায় উদ্বেগ বাড়ছে দ্বীপটির ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে। আর্থিক ক্ষতি কমাতে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটিতে পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন তারা।
সেন্টমার্টিন মারমেইড রিসোর্টের মালিক তৈয়ব উল্লাহ বিভিন্ন গণমাধ্যমকে বলেন, `সেন্টমার্টিনের মানুষ মাত্র দুই মাসের আয় দিয়ে বছরের বাকি ১০ মাস টিকতে পারবে না। আমরা সরকারের কাছে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি খোলা রাখার দাবি জানাই।`
`মার্চ থেকে রমজান শুরু হবে। তখন এমনিতেই পর্যটক আসবে না। তাই ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ দেওয়া হোক।`
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ জানুয়ারি থেকে দ্বীপগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে এবং ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, `সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। এরপর সব পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকবে।`
গত ১লা ডিসেম্বর কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনে পর্যটক পরিবহন চালু হয়। বর্তমানে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ছয়টি জাহাজ চলাচল করছে।
সাধারণত ১লা অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটন মৌসুম চলে। অক্টোবরে টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাকি ছয় মাস এই সেবা বন্ধ থাকে।
তবে এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ আরোপ করেছে। ফলে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত পর্যটন চালু ছিল। নভেম্বরে রাতযাপন নিষিদ্ধ থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন মাত্র দুই হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারছেন। ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
দ্বীপের হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদি বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, `এটি দ্বীপের জন্য নজিরবিহীন সংকট। পর্যটন বন্ধ হলে হাজারো মানুষ দুর্ভোগে পড়বে।`
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর সাংবাদিকদের বলেন, `সরকারের কাছে আবেদন, অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটন চালু রাখুন। এতে দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা কম হবে।`
এর আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করত। তবে নাফ নদীতে পলি জমে যাওয়া এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত উত্তেজনার কারণে সম্প্রতি টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
|