সারাদেশ
  কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করেছে, মামলা দায়ের;
  04-02-2025
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ,  চট্টগ্রাম : কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৭ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিভিন্ন গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে বিভিন্ন যানবাহনে হামলা চালায়, তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।
সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিকলীগ নেতা মিজান প্রকাশ বার্মা মিজানের নেতৃত্বে এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করা হয়। 
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়েছে (মামলা নম্বার ৫০)।
ঘটনার পর ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।