সারাদেশ
  মাওনায় চতুরঙ্গ যুব উন্নয়ন সংঘের সাধারণ সভা
  26-10-2024
 
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কবরঘাটা গ্রামে চতুরঙ্গ যুব উন্নয়ন সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ সভাপতি মো. আবু হানিফ, কোষাধক্ষ্য মো. রুকন মিয়া ও মো. দোলাল মিয়াসহ সিনিয়র সদস্যসহ সাধারণ সদস্য বৃন্দ।উক্ত সংগঠনটি এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে এবং এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যুবকদেরকে সংঘবদ্ধ করার লক্ষ্যে গঠন করা হয়। কোন যুবক যাতে নেশাগ্রস্ত না হয়, খারাপ পথে পরিচালিত না হয় এবং একে অন্যের বিপদে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় এমন এক দল সচেতন যুবক মিলে এই সংগঠনটি পরিচালনা করছেন। শুরু থেকে আজ অবধী এই ক্লাব থেকে সমাজের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছে। যা এলাকার জনসাধারনের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।