সারাদেশ
  চট্টগ্রামের পটিয়ায় এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের জানাজায় লাখো মানুষের ঢল
  22-10-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগমের জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) বাদ আসর চট্টগ্রামের পটিয়া হাইস্কুল মাঠে এই মহীয়সী নারীর জানাজা সম্পন্ন হয়েছে। এতে লাখো মানুষের ঢল নামে। জানাজায় পটিয়াসহ চট্টগ্রামের দূর-দূরান্ত থেকে আসা মানুষ অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, আসর নামাজের আগে থেকে লোকজন পটিয়া হাইস্কুল মাঠে উপস্থিত হতে থাকেন। আসর নামাজের পর অ্যাম্বুলেন্সে লাশ আনা হয় মাঠে। এরপর কয়েক মিনিটের মধ্যে ওই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সব মানুষের চোখে-মুখে শোকের ছায়া নেমে আসে। মাঠের চারপাশ শোকবাক্যসংবলিত ব্যানারে ছেয়ে যায়। এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানসহ বেশ কিছু শিল্পগ্রুপ, সামাজিক প্রতিষ্ঠান, উপজেলা, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করে ব্যানার টাঙানো হয়।

জানাজায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, মীর গ্রুপের চেয়ারম্যান মীর আবদুস সালাম, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর, এসআইবিএলের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন, এ জে কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবু জাফর, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, রাজনীতিক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

জানাজায় ইমামতি করেন পটিয়ার এস আলম জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ জিয়াউল করিম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই রত্নগর্ভাকে।

এর আগে রবিবার ফজরের নামাজের পর বার্ধক্যজনিত কারণে তিনি রাজধানী ঢাকার বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৭ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।