সারাদেশ
  চট্টগ্রামের আজা নাজিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
  07-10-2024
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : ফটিকছড়ির নাজিরহাট বাজারে ফুটপাত দখল করে উপ-দোকান স্থাপন, ফুটপাতে মালামাল রেখে সরকারি রাস্তা সংকুচিত করা এবং বাজারের সকল প্রকার অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৫ জনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

৬ অক্টোবর (রবিবার) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো: মেজবাহ উদ্দিন।

জানা যায়- ফুটপাত দখল করে বাজারে সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা, ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের সরকারি রাস্তা সংকুচিত করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা), আইন ২০০৯, প্রতিজনকে ২হাজার করে ৫ জনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মেজবাহ উদ্দিন বিভিন্ন গণমাধ্যমকে  বলেন- নাজিরহাট বাজারে ফুটপাত দখলমুক্ত করা জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।