রাজনীতি
  ১৪ বছর পর ফেনীতে জামায়াতের প্রাণোচ্ছ্বল সভা
  09-09-2024
মােঃ জানে আলম সাকী,
 ব্যুরো চীফ, চট্টগ্রাম।
 
দীর্ঘ ১৪ বছর পর ফেনী শহরের প্রাণকেন্দ্রে জামায়াতের প্রাণোচ্ছ্বল সভা অনুষ্ঠিত হয়েছে। এমন বড় জমায়েতে কর্মসূচি পালন করতে পেরে উচ্ছ্বসিত জামায়াতের নেতাকর্মীরা। 

রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহিদ মিনারে জড়ো হতে থাকেন তারা। এদিন বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের নেতারা। সেখানে যে-কোনো ষড়যন্ত্র মোকাবিলায় জীবন বাজি রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ আমাদের অভিভাবকদের হত্যা করেছে। এখন তারা কোথাও নেই। তাদের নেত্রীও তাদের রেখে পালিয়ে গেছেন। নেতারা কর্মীদের রেখে কীভাবে পালিয়ে যায় সেটি থেকে আওয়ামী লীগ কর্মীদের শিক্ষা নিতে হবে। 

নূরুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনার দোসররা যদি দেশে ঘাপটি মেরে বসে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে, তাহলে তা রুখে দিতে জামায়াতে ইসলামী প্রস্তুত আছে। প্রয়োজনে আরও একটি ৫ আগস্টের সূচনা করা হবে। যে-কোনো ষড়যন্ত্র মোকাবিলায় জীবন বাজি রেখে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সেখানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী আগের জায়গাতেই আছে। কিন্তু শেখ হাসিনা শুধু নিষিদ্ধ হননি, বাংলাদেশ থেকে পালিয়েছেন। এখনো রক্তের দাগ শুকায়নি, মায়েদের কান্না থামেনি। শেখ হাসিনার দোসররা যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের প্রতিহত করতে জামায়াত ইসলামী প্রস্তুত আছে।  

তিনি বলেন, বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থা গড়ে তোলার একমাত্র উপায় হচ্ছে ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে স্বাধীন, অর্থবহ ও সুখী সমৃদ্ধ দেশ গঠনে কাজ করছে। নতুন বাংলাদেশের দায়িত্ব তরুণ সমাজকে নিতে হবে।

ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, আওয়ামী সরকারের দমন-পীড়নের মধ্যে বিগত ১৪ বছর ফেনী শহরে এতো বড় জমায়েত করে সমাবেশ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর শহরের প্রাণকেন্দ্রে এমন আয়োজনে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।

আয়োজনে ফেনী জেলা জামায়াতের আমির একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আনম আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিকায়ত আলী ভুঞা, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, সেক্রেটারি আব্দুল হান্নানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।