বাগেরহাটের কচুয়ায় ৭০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ মেয়ে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আজহার আলি মোল্লাকে আটক করা হয়েছে।
গত ৩০ জুলাই বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৭০) ঐ ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজাহার মোল্লা পালিয়ে গেলেও ১ আগষ্ট রাত সাড়ে ১১ টায় কচুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পর ভিকটিম এর পিতা আলম মোল্লা বাদী হয়ে অভিযুক্ত আজাহার মোল্লার বিরুদ্ধে ১ আগষ্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ ) এর ১০ ধারায় মামলা রুজু করেন। মামলা নাম্বার- ১। নির্যাতনের শিকার ৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২ য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন ৩ য় শ্রেনীর ছাত্রী। স্থানীয়দের কাছ থেকে আরো জানাযায়,আটককৃত ব্যাক্তি একজন জঘন্য প্রকৃতির লোক। এর আগেও তার যৌন কামনা চরিতার্থ করার জন্য বিভিন্ন অপকর্ম করে এলাকা বাসীর কাছে ধরাখেয়ে মারপিটের স্বীকার হয়েছে। তার সঠিক বিচারের দাবি করেন তারা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহসীন হোসেন জানান,ঘটনার পর থেকে আসামি পুলিশি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক ছিল। মামলা রুজুর পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য কচুয়া থানা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান করে পিরোজপুর জেলার রাজারহাট এলাকা থেকে এদিন ১১:৩০ মিনিটের সময় কচুয়া থানা পুলিশের একটি চৌকস দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
|