সারাদেশ
  গাজীপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষ,আহত ৫
  24-04-2024

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক  জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ, একজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এবং বাকি তিন জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।মঙ্গলবার সন্ধ্যায়  উপজেলার কেওয়া বাজার এলাকায় এ  সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা আতাব উদ্দিন  গং সঙ্গে ও আফাজ মোল্লাদের  জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে আফাজ মোল্লার লোকজন মাটি ফেলে জমি ভরাট করে দখল করতে গেলে আতাব উদ্দিনের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ  বাঁধে। দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় আতাব উদ্দিন  সমর্থক সুমা আক্তার,নাজমা আক্তার ময়জুদ্দিন,আতাব উদ্দিন  এবং আফাজ মোল্লা গ্রুপের হাবিবুর রহমান বাবুল সহ উভ পক্ষের ৫ জন আহত হন। কেওয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফাইজুদ্দিন বলেন,কেওয়া মৌজার এসএ খতিয়ান  -১৪৫৮ ও এসএ দাগ ১৬৪৪,১৫৮৭, আরএস-৬১ নং খতিয়ানের আরএস ৩৫৯৭ দাগের পৈত্রিক সূত্রে পাওয়া  জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি।কিন্তু বিবাদীগণ অন্যায়ভাবে জোরপূর্বক ১৬ শতাংশ জমি দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। আবুল হোসেনের ছেলে আতাব উদ্দিন বলেন,গতকাল লোকজন নিয়ে জমি দখল করতে আসে।বাঁধা দিলে তারা আমাদের লোকজনের উপর হামলা চালায়। এতে দুই নারী সহ ৪ জন আহত হয়েছেন। এ বিষয়ে আফাজ মোল্লা বলেন,প্রথমে আতাব উদ্দিন শাবল দিয়ে হাবিবুর রহমান বাবুল কে চোখে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন এবং চোখের পর্দা কেটে যায়।এরপরই উভয়  পক্ষের  মধ্যে সংঘর্ষ বাধে। শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ  ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 গাজীপুর প্রতিনিধি: