সারাদেশ
  ৭ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত ;
  23-04-2024

অদ্য ২৩ এপ্রিল বিকাল ৪ঘটিকার সময় কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সারওয়ার টিপুর পূর্ব পাহাড়তলীর ব্যক্তিগত কার্যালয়ে ব্রেইসের অর্থায়নে ইউ এস এইড এবং এডিপিসির পরিচালনায় ওয়ার্ড ভিত্তিক দুর্যোগের আপদকালীন পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দুর্যোগ কালীন করণীয় কি সে বিষয়ে মূল বিষয়টি সবার সম্মুখে উপস্থাপন করেন ইউএসএইড এবং এডিপিসির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ ফাতেমা তুজ জহুরা। উক্ত আলোচনা সভার সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে এলাকা ভিত্তিক আপদকালীন পরিকল্পনা তৈরি সাপেক্ষে আগামী মে মাসে একটি সমন্বিত মহড়া আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়। 

পরবর্তীতে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়ার আশ্বাস প্রদান করেন। 

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সমাজপতি, মানবাধিকার ও গণ মাধ্যম কর্মী, "মানবাধিকার খবর " এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্রীড়া সংগঠক, কক্সবাজার পৌরসভা ৭নং ওয়ার্ড কমিটির সদস্য, ৭ নং ওয়ার্ডের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড এনজিও কমিটির সদস্য মােঃ জানে আলম সাকী।

কাউন্সিলরের মনোনীত যে সকল স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন যথাক্রমেঃ-সাইফুল ইসলাম, সাগর আল ইসলাম, রবিউল হাসান, সাইফুল ইসলাম, মোঃ রিয়াজ, খায়রুল আমিন তুহিন, রেজাউল করিম, ফারজানা আক্তার, পারভিন আক্তার, রিদওয়ানুল হক প্রমুখসহ অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সায়েদ বিন আলম বাবু, 

শহর প্রতিনিধি, কক্সবাজার।