রাজনীতি
  কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
  23-04-2024
কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি।।
কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল(মঙ্গলবার) সকাল ১১ টায় বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার সেক মোঃ জালাল উদ্দীন এই প্রতীক বরাদ্দ দেন।
কচুয়া উপজেলায় ৩ পদে ৯জন প্রার্থী মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে,এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন কে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। প্রতিক বরাদ্দকৃত চেয়ারম্যান প্রার্থীর হলেন,বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  নাজমা সরোয়ার পেয়েছেন ঘোড়া প্রতিক,বাগেরহাট জেলা যুবলীগ সাধারন সম্পাদক  মীর জায়েসী আশরাফী জেমস পেয়েছে মটর সাইকেল প্রতিক,বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান পেয়েছে আনারস প্রতিক ও প্রয়াত  উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের ছেলে ও বর্তমান রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু পেয়েছে দোয়াত কলম প্রতিক।এদিকে প্রতিক বরাদ্দকৃত ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ পেয়েছে উড়োজাহাজ প্রতিক,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন পেয়েছে টিয়াপাখি প্রতিক।অন্যদিকে প্রতিক  বরাদ্দকৃত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন হনুফা খাতুন পেয়েছে কলস প্রতিক,মাধবী রানী শীল পেয়েছে প্রজাপতি প্রতিক ও মোসাঃ ইয়াসমিন আক্তার পেয়েছেন হাঁস প্রতিক।
রিটার্নিং অফিসার সেক মোহাম্মদ জালাল উদ্দীন জানান,সুষ্ঠভাবে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।এদিকে প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচারন বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। এদিকে সম্মেলন শেষে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েন প্রার্থীরা।