সারাদেশ
  কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আল মারুফের যোগদান
  19-04-2024

কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ (২০৫৭৭) যোগদান করেছেন। "মানবাধিকার খবর " কে জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বিষয়টি নিশ্চিত করেছেন। নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি এস.এম ফেরদৌস ইসলাম থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে ২৮ মার্চ মোহাম্মদ আল মারুফ (উপসচিব) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য জানিয়েছেন।গত ২৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব প্রত্যয় হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আল মারুফকে কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়।৷ কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর আগে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্ব পালন করা অবস্থায় সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের একজন সদস্য। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।  প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য ছিলো। এর আগে শ্রাবস্তি রায় সর্বশেষ কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাবস্থায় তিনি জামালপুরের জেলা প্রশাসক হিসাবে পদায়ন হওয়ার পর থেকে পদটি শূন্য থেকে যায়।

মােঃ জানে আলম সাকী,

ব্যুরো চীফ, চট্টগ্রাম।