সারাদেশ
  দিশেহারা সুগন্ধা দাশের পাশে দাঁড়াল চট্রগ্রামের জেলা প্রশাসন
  17-04-2024

 

মেয়ের চিকিৎসার জন্য রাখা টাকা আগুনে পুড়ে দিশেহারা হয়ে পড়েছিলেন যে মা, সেই সুগন্ধা দাশের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।ম ঙ্গলবার তার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।ফি রিঙ্গী বাজার মেরিনার্স রোড সংলগ্ন টেকপাড়া ও এয়াকুব নগর লইট্টা ঘাটা বস্তিতে সোমবার দুপুরে লাগা আগুনে পুড়ে যায় প্রায় ২০০ ঘর। যেখানে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায় শতাধিক পরিবার।চট্টগ্রাম বন্দর হাসপাতালে আউটসোর্সিং ভিত্তিতে কাজ করেন টেকপাড়ার বাসিন্দা সুগন্ধা দাশ। স্কুল পড়ুয়া অসুস্থ মেয়ে গত ১৪ দিন ধরে বন্দর হাসপাতালে চিকিৎসাধীন।মেয়ের পেটের টিউমার অপারেশনের জন্য ৫০ হাজার টাকা ঘরে রেখেছিলেন সুগন্ধা। আগুন লাগার খবর শুনে অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে ছুটে আসেন সুগন্ধা। নিজের ঘরের সহায়-সম্বলের পাশাপাশি মেয়ের চিকিৎসার জন্য রাখা টাকা পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন সুগন্ধা।চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুগন্ধা দাশের এমন দশার কথা জেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছুটে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সুগন্ধা দাশের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি স্বল্প খরচে চিকিৎসার জন্য সহায়তার আশ্বাসও দেন।

এছাড়া আগুনে বইপত্র পুড়ে যাওয়া এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর হাতে নতুন বই এবং নগদ ১০ হাজার টাকা সহায়তা করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে সহায়তা হিসেবে নগদ দুই হাজার টাকা ও ২০ কেজি চাল প্রদান করেন। যাদের ঘর পুড়ে গেছে, তাদের ঘর নির্মাণে সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোরশেদ খান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফন্নেছা দোভাষ বেবী।জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জামান হতদরিদ্র গৃহ হারা মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক নজির স্থাপন করলেন তা শুধু চট্টগ্রাম বাসী নই সমগ্র জাতি চিরদিন

স্মরণ রাখবে। 

 

মােঃ জানে আলম সাকী,

ব্যুরো চীফ, চট্টগ্রাম