রাজনীতি
  কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে যে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন;
  15-04-2024
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁরা হলেন-সাবেক কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের  বর্তমান চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও জামায়াত ইসলামী নেতা শহীদুল আলম বাহাদুর। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র দাখিলকারী কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। মনোনয়নপত্র বাছাইকালে উত্তীর্ণ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩ জন হলেন-রুমানা আক্তার, চম্পা উদ্দিন ও তাহমিনা নুসরাত জাহান লুনা।কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল বুধবার মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ মে বুধবার ভোট গ্রহণ। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার সদর উপজেলায় মোট ২২২৯৯৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১১৯২৯৪ জন পুরুষ ভোটার এবং ১০৩৭০২ জন মহিলা ভোটার।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।