বিনোদন
  ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম সীমান্তে বিজিবি মহাপরিচালক
  15-04-2024
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম পার্বত্য সীমান্তে পরিদর্শন করেছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। শনিবার (১৩ এপ্রিল) সকালে বিজিবির রাঙ্গামাটি সেক্টরের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি।
সেখানে কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ ও বৃক্ষরোপণ করেন বিজিবি মহাপরিচালক। পরে সেক্টরের বিনোদন কক্ষে বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করা হয়। দরবারে রাঙ্গামাটি সেক্টরের আওতাধীন সব ব্যাটালিয়ন ও বর্ডার আউট পোস্টে (বিওপি) কর্মরত বিজিবি সদস্যরা ভিটিসি প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়। রাঙ্গামাটি সেক্টরের সদর দপ্তর পরিদর্শন শেষে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুর্গম পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া বিওপি এবং বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) অধীনস্থ উলুছড়ি বিওপি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল বাড়াতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য বিজিবি মহাপরিচালকে এই দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), অতিরিক্ত মহাপরিচালক (বিএসবি), বিজিবি রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।