সারাদেশ
  পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে।
  26-03-2024

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে। সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদের সামনে বধ্যভূমি স্মৃতিন্তম্ভে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের পুস্পস্তবক অর্পণের পর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিল্পকলা একাডেমি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সমামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে গণহত্যা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান বক্তব্য দেন। পারে মনোজ্ঞ দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাংকন ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা, স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেলা তথ্য অফিস প্রামাণ্যচিত্র প্রর্দশন ও শহীদ মিনার চত্বরে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর বা সুবিধাজনক সময় জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এদিকে সন্ধা সাতটায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্ঝ¦লন, কেপিআই ও জরুরি স্থাপনাসমূহ আওতামুক্ত রেখে রাত ১০টা থেকে রাত ১০টা ১ মিনিট পর্যন্ত জেলায় প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা।
মোঃএনামুল হক
পঞ্চগড় প্রতিনিধি