সারাদেশ
  যক্ষা নির্মূলে সচেতনতা বাড়াতে হবে : বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় পঞ্চগড়ের সিভিল সার্জন।
  25-03-2024

‘হ্যা! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের উদ্যোগে রোববার (২৪ মার্চ) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় । সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী যক্ষা নির্মূলে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে বলেন, যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ^ যক্ষা দিবসটি পালিত হয়ে থাকে। বিশ্বের ১০টি মৃত্যুর কারণের মধ্যে অন্যতম এই যক্ষ্মা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, প্রতিদিন বিশ্বে ৪ হাজার মানুষ যক্ষ্মায় মারা যান এবং ৩০ হাজার আক্রান্ত হন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির হিসাব অনুযায়ী, ২০২২ সালে যক্ষ্মার উপসর্গ আছে এমন প্রায় ২৯ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ লাখ ৬২ হাজার ৭৩১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে ৭৪ হাজার ৯৪৫ জন। চট্টগ্রামে ৪৮ হাজার ৯৩৮ জন, খুলনায় ২৭ হাজার ১১৭ জন, রংপুরে ২৬ হাজার ৮২৮ জন, রাজশাহীতে ২৯ হাজার ৩৩৫ জন, সিলেটে ২২ হাজার ২০৭ জন, বরিশালে ১৬ হাজার ৪৯১ জন এবং ময়মনসিংহে ১৮ হাজার ৬৬০ জন। এদের মধ্যে সারা দেশে ১৫ বছরের কম বয়সী শিশু যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৫২ জন। বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে দেশে ২০০ টি জিন এক্সপার্ট এর মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে এবং অতিরিক্ত আরো ৭৬ টি জিন এক্সপার্ট মেশিন সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় অন্যদেন মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা. এওয়াই এম রাজিউর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক মনসুর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, বোদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন কাওসার শেখ, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. মো. আবুল কাশেম প্রমূখ।
এর আগে একটি র‌্যালি সিভিল সার্জন অফিস চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। #
মোঃএনামুল হক
পঞ্চগড় জেলা প্রতিনিধি