সারাদেশ
  ঠাকুরগাঁওয়ে গরুর গবর রাখার জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১
  24-03-2024
ঠাকুরগাঁও সদর উপজেলা ১৭ নং জগন্নাথপুর ইউনিয়ন গরুর গবর রাখার জায়গা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১ জন। চোদ্দ হাত কালিতলায় বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হলেন মোছাঃ জুলিখা (৫০) স্বামী মাজেদুর রহমান এ ঘটনায় মাজেদুর রহমান ঠাকুরগাঁও সদর থানায় একটা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মাজেদুর রহমান এর সঙ্গে প্রতিবেশী জয়নুলর সাথে বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বেলা ১১টার দিকে গবর রাখার জায়গা নিয়ে দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। এবং সেই সময়ে (২২ তারিখ শুক্রবার) বিবাদী খিপ্ত হয়ে মাজেদুর রহমান এর বাড়িতে আগুন ধরিয়ে দেন প্রতিবেশি জয়নুল ইসলাম।এলাকা বাসি এসে পানি নিভানো শুরুকরেন কিন্তু কোন মতে আগুন নিভানো জায়না।তখন ৯৯৯ কলদেন সাথে সাথে পুলিশ এবং ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে খয় খতি হযেছে লক্ষ টারও বেশি। অন্য দিকে জুলিখার পরিবার কান্না ভেঙ্গে পরেন এবং সেন্স হারিয়ে ফেলে, তখন বিবাদী মোঃফারুক হোসেন(৩২)পিতা জয়নুল ইসলাম, ২। জয়নুল ইসলাম (৫৫) পিতা মফিস উদ্দিন ৩। লিপন হোসেন(২৮) পিতা আমিনুল ইসলাম ৪। আমিনুল ইসলাম (৫৫) পিতা মফিস উদ্দিন ৫। ওহিদা খানুন(৪৯) স্বামী মোঃ জয়নুল ইসলাম ৬। কিয়া বেগম(২৮) স্বামী মোঃ ফারুক হোসেন ৭। মিম বেগম (২৫) স্বামী মোঃ লিপন হোসেন। সকলের সাং জগন্নাথপুর বানিয়া পাড়া। আসামি ৭ জন মিলে আবার তখন এলো পাথারি মারধর করেন ইট মারেন। মাজেদুর রহমান সে কিছু জমি বিক্রি করেন সেই রাতে বিবাদী ফারুক ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে জান।কিন্তু বিবাদী ফারুকের বাবা জয়নুল ইসলাম সাংবাদিক কে জানান তার জমি বিক্রি করার টাকার গরম দেখাচ্ছিস সে টাকা থাকবেনা। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে জুলিখা গুরুত্ব আহত হন। আহতদের মধ্যে ঠাকুরগাঁও আধুনিক ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি সব সত্যি বলেন ঘটনা সত্য। আমার ছেলে জুলিখাকে মেরেছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি বলেন ঘটনাটা সত্য অভিযোগ পেলেই তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি: