স্বাস্থ্য ও চিকিৎসা
  গাজীপুরে ল্যাবএইড হাসপাতালে অভিযান,জরিমানা
  05-03-2024
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায়  মাওনা ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৫ মার্চ)বেলা সাড়ে ১১ টায় উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের  নেতৃত্বে উপজেলার  মাওনা চৌরাস্তায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় মাওনা ল্যাবএইড হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হতে রক্ষার্থে এ  অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন বলেন, মাওনা ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন নেই।জেসমিন আক্তার নামের এক রোগী অপচিকিৎসার শিকার হয়েছেন।