ইসলাম
  কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিক্রি করতে যাচ্ছিল রোহিঙ্গা শিশুরা
  09-02-2024
 
 বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি ‘অবিস্ফোরিত’ মর্টার শেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
 বৃহস্পতিবার সকালে একটি ঘরের পাশে কয়েকজন শিশু মর্টার শেলটি কুড়িয়ে পায় বলে বিভিন্ন গণমাধ্যমকে  জানান ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় একটি মর্টার শেল পাওয়া গেছে শুনলাম। পাশে বিজিবি সদস্যদের জানানো হয়েছে বলে শুনেছি।” স্থানীয় কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, সকালে হঠাৎ করে নয়াপাড়ার মোহাম্মদ আলমের ঘরের পাশে গোলপাতার বনে মর্টার শেলটি পড়ে। কয়েকজন রোহিঙ্গা শিশু মর্টার শেলটি দেখতে পায়। পরে দশ-বার বছর বয়সী ওই চার রোহিঙ্গা শিশু মর্টার শেলটি কুড়িয়ে ফেরিওয়ালা কাছে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তখন ঘুমধুম ক্যাম্পের বিজিবি সদস্যরা এর খবর পায়। পরে তারা তল্লাশি করে মর্টার শেলটি উদ্ধার করে মাঠের খোলা জায়গায় নিয়ে যায়। কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিক্রি করতে যাচ্ছিল রোহিঙ্গা শিশুরা সেখানে বিজিবি সদস্যরা মর্টার শেলটি লাল কাপড় দিয়ে ঘিরে রেখেছে- এমনটা জানান স্থানীয়রা। এ ব্যাপারে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাটি তিনিও শুনেছেন। পরে বিজিবি সদস্যরা মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে গেছে বলে শুনেছে তিনি। “যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদের সীমান্ত এলাকায় যাওয়া নিষেধ রয়েছে। তাই আমরা সেদিকে আপাতত যাচ্ছি না।” তবে এ ব্যাপারে চেষ্টা করেও বিজিবিও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মােঃজানে আলম সাকী,চট্টগ্রাম।