সারাদেশ
  পঞ্চগড়ে বিজিবির প্রায় চার কোটি টাকা মুল্যের সোনা উদ্ধার
  06-12-2023

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৫ ডিসেম্বর, রমজান পাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের কাছে এই সোনা উদ্ধার করা হয়। গত ৫ ডিসেম্বরন, রাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান। এসময় তিনি আরও বলেন সোনা চোরাচালানের ব্যাপারটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তারা। এরপর বিশেষ টহলে একটি টিম সীমান্ত পিলারের কাছে গেলে একটি ধান খেতে একজন ব্যাক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেন। এসময় চাষিরা কাটা ধানের আটি বাধছিলেন। সন্দেহজনক ব্যাক্তিকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করতেই ওই ব্যাক্তি একটি কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। ব্যাগটি খুলে সেখানে প্যাকেট করা বিশটি স্বর্নের টুকরা পাওয়া যায়। এর মধ্যে পনেরটি বিস্কিট আকৃতির এবং বাকি ৫ টি ছোট বড় মাঝারি বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনাগুলো পঞ্চগড় জুয়েলারী সমিতিতে নিয়ে পরীক্ষা করা হয়। এখানে মোট ৩’শ ৫১ ভরি চার আনা সোনা পাওয়া গেছে। যার মুল্য তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান আসামীকে আটক করতে সক্ষম হননি তারা। এ ব্যাপারে আটোয়ারী থানায় জিডি করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, ৫৬ বিজিবি নিয়ন্ত্রিত পঞ্চগড়ের একটি সীমান্ত এলাকায় কিছু দিন আগে বিপুল পরিমান স্বর্ন উদ্ধার করা হয়। তখন থেকেই আমরা সচেতন ছিলাম। সীমান্তে টহল সহ অন্যান্য কার্যক্রম বাড়িয়ে দেয়া হয়েছে। যার প্রেক্ষিতে আজকের এই সোনা আটক। উল্লেখ্য যে পঞ্চগড় সদর উপজেলার ঘাগরা সীমান্ত এলাকা থেকে গত সেপ্টেম্বর মাসে ২২ কেজী সোনা উদ্ধার করেছিলো নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

মোঃএনামুল হক

পঞ্চগড় প্রতিনিধি