রাজনীতি
  গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ
  29-11-2023
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে গাজীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য মো. রহমত আলীর মেয়ে, সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তার পক্ষে শ্রীপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনের সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন ইকবাল হোসেন সবুজ। তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন সবুজ। তিনি মানবিক শ্রীপুর গঠনে গত ৫ বছরের তার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যুতা বন্ধ করা হয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে।এদিকে, মনোনয়ন পত্র জমা উপলক্ষে শ্রীপুরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদের সামনে ইকবাল হোসেন সবুজের অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল বের করে।অপরদিকে, গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকা মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি।মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গাজীপুর-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর- ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইকবাল হোসেন সবুজ। এছাড়া গাজীপুর-৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।গত মঙ্গলবার পর্যন্ত জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১ জন প্রার্থী।বুধবার দুপুর পর্যন্ত ইকবাল হোসেন সবুজ, সিমিন হোসেন রিমিসহ চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
 
গাজীপুর প্রতিনিধি