জাতীয়
  চিতলমারীতে নিহত রফিকের পরিবারের বাঁচার আকুতি
  29-07-2023

‘কি আপরাধ ছিল আমার স্বামীর? কেন আমার স্বামীকে এমন নির্মম ভাবে হত্যা করা হল? এখন সন্তানদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব?’ এভাবে স্বামীকে হারিয়ে বিলাপ করছিলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামের ছুরিকাঘাতে নিহত ইজিবাইক চালক রফিকের স্ত্রী হালিমা আক্তার। তিনি স্বামী হত্যার আসামী রিয়াজ শেখের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন ও সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।
এলাকাবাসি জানায়, ঘাতক রিয়াজ শেখ একজন মাদকাসক্ত মাতাল। ছুরিকাঘাত করার সময় নিহত এবং আহতের শরীর থেকে প্রবাহিত রক্ত তার গায়ে লাগে এসময় ওই রক্ত সে জিহ্বা দিয়ে চেটে খাচ্ছিল। এবংধারালো ছুরি উচিয়ে হিন্দি গান গাচ্ছিল সে। গত ১১ জুন রবিবার দুপুরে এমনই জঘন্যতম ঘটনাটি ঘটে চিতলমারী সদর বাজারের কোটি টাকার ব্রিজের কাছে।
নিহত রফিকের শ্যালক পাটরপাড়া গ্রামের রবিউল ইসলাম জানান, গত ১১ জুন রবিবার দুপুরে তার ভগ্নিপতি রফিক খান ইজিবাইক নিয়ে চিতলমারী সদরবাজারস্থ ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের মৃত আকরাম শেখের ছেলে রিয়াজ শেখ ওরফে সম্রাট অতর্কিতভাবে লোকজনের উপর হামলা চালায়। অনেককে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় রফিক খান প্রতিবাদ জানালে রিয়াজ শেখ তার শরীরে উপর্যপুরি ছুরিকাঘাত করে। তাৎক্ষনিক রফিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটরপাড়া গ্রামের ইউসুফ বিশ্বাস জানান, ইজিবাইক চালিয়ে কোন রকম সংসার চলত রফিকের। কোন সহায় সম্পত্তি নেই। বাড়িতে একটু থাকার ঘরছাড়া কাউকে কবর দেওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। এখন তার স্ত্রী সন্তানদের বেঁচে থাকার আর কোন অবলম্বন নেই। চিতলমারী থানার ওসি এ এইসএম কামরুজ্জামান জানান, রফিক হত্যার আসামি রিয়াজ শেখকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আইন অনুয়ায়ী তার বিচার হবে।