জাতীয়
  মানবাধিকার খবরের অফিস বিল্ডিং এ ফাটল । প্রশাসনের লোকজন ঘিরে রেখেছে ভবন
  07-03-2022

রাজধানীর মতিঝিলে একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। গতকাল রবিবার (৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মতিঝিলের ৫৩ নম্বর হোল্ডিংয়ে ১৫ তলাবিশিষ্ট মডার্ন ম্যানশনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই ফাটল দেখা দেয়। এতে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভবনের সব ব্যবহারকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মতিঝিলে ১৫ তলা ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে ৯টা ৪০ মিনিটে কাজ শেষ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, মডার্ন ম্যানশন নামে ভবনটি শাপলা চত্বরের পাশেই অবস্থিত। ১৫ তলাবিশিষ্ট ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। এতে দুটি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। তিনি বলেন, ভবনটিতে যাতে কেউ প্রবেশ না করেন ফায়ার সার্ভিস সে নির্দেশনা দিয়ে গেছে।