সারাদেশ
  আই.এইচ.আর.সি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ছিন্নমুল অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বিত্ত্ববানদের প্রতি আহবান
  05-03-2022

গতকাল ৫ই মার্চ ২০২২ইং তারিখ রোজ শনিবার রায়ের বাজার ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ প্রাঙ্গনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া (আই.এইচ.আর.সি আই) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরন কর্মসূচি সংগঠনের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান বলেন, এদেশের মানুষ আজ নির্যাতিত। আজ দুইবেলা তারা খেতে পারে না। তাদের থাকার মত কোন বাসস্থান নেই, তাই তিনি ছিন্নমুল অসহায় মানুষের জন্য বিত্তবান ও সরকারের নিকট পাশে থাকার আহবান জানান। এসময় তিনি বলেন আমরা আগামীতে আমাদের কার্যক্রম সর্বস্তরে চলমান রাখব।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা এ,টি,এম, গোলাম মওলা চৌধুরী। অন্যান্যদের মধ্যে সুপ্রীম কোর্ট এর এ্যাডভোকেট এস.এম. জালাল, এ্যাডভোকেট অজিৎ শীল, এ্যাডভোকেট এরশাদুল হক, সাংগঠনের মিডিয়া ও প্রেস সেক্রোটারী মোঃ হাফিজুর রহমান মিলন, পবালিক ওয়েলফেয়ার সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান, অফিস কো-অর্ডিনেটর মোছাঃ নুরে নাজনীন (রিপা)। সংগঠনের আহŸায়ক সদস্য ঃ মোঃ শাহিন হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান রুবেল, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।