সারাদেশ
  রামগঞ্জে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার অস্ত্র উদ্ধার
  01-03-2022

রামগঞ্জে থানা পুলিশ ডাকাতী,খুন,মাদক ও পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানসহ ১৬টি মামলার পলাতক আসামী মানিক হোসেন প্রকাশ কালা মানিক (৪৫) কে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার কামারহাঁট বাজার থেকে তাকে আটক করে। পরবর্তিতে রাত ১টায় তার দেওয়া তথ্য অনুযায়ী চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের লনি মেস্তুরী বাড়ির নিজ  রান্নাঘর থেকে একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। কালা মানিক ওই বাড়ির মুজিবুল হকের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, আমরা গোপন সংবাদে জানতে পারি রামগঞ্জ, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ডাকাতী,মাদক ব্যাবসা,অস্ত্র, খুনসহ পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানের অভিযোগে দায়েরকৃত প্রায় ১৬টি মামলার পলাতক আসামী কালা মানিক থানায় এলাকায়  অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার চন্ডিপুর, ফতেহপুর ও কামারহাঁট এলাকায় পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন, দিবাকর রায়, তাজুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক নাসির উদ্দিনসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে কামারহাঁট বাজারের একটি দোকান থেকে তাকে  আটক করা হয়। ল²ীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামানের নির্দেশনায় মানিককে জিজ্ঞাসাবাদে রাত ১টায় তার নিজ বাড়ীর রান্নাঘরের লাকড়ি নিচ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারী (রবিবার) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।