সারাদেশ
  কচুয়ায় আলোচিত স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
  01-03-2022
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।ঘটনাটি ঘটে গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দিবাগত রাতে।এ ঘটনাটি গণমাধ্যমে আসার পরথেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সামাজিক সংগঠন গুলো নরেচরে বসে। 
আর গণধর্ষণের প্রতিবাদ,দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ২৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় বাঁধাল বাজারের মহাসড়কে সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গণধর্ষণের প্রতিবাদ, দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ওহিদ, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন,নকিব নজিবুল হক নজু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ছাত্রীর সহপাঠী, শিক্ষক, এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের শত শত মানুষ অংশগ্রহণ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নেয়।  
 গত ২৪ ফেব্রুয়ার(বৃহস্পতিবার) বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে ওই শিক্ষার্থীর বাবা-মা বাড়িতে না থাকায় ঘরে প্রবেশ করে গলায় ছুরি ধরে স্থানীয় চার বখাটে তাকে ধর্ষণ করে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গুরুত্বর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।ভুক্তভোগী জানান, বুধবার বাবা-মা আমার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার গভীর রাতে এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সজিব মোল্লা কৌশলে ঘরে প্রবেশ করে। পরে তারা গলায় ছুরি ধরে এবং দড়ি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।এসময় তাদের অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
এ ঘটনায় গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো আসামী করে ১টি ধর্ষন মামলা দায়ের করেন।ইতিমধ্যে কচুয়া থানা পুলিশ বাঁধাল ইউনিয়নের শাঁখারি কাঠি থেকে এজাহার ভুক্ত মামলার ৩ নং আসামী এজাজুল মোল্লা (২১) কে আটক করেছে। গ্রেফতার কৃত এজাজুল মোল্লা কলমিবুনিয়া এলাকার কাদের মোল্লার ছেলে।বাকি আসামিদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত আছে।