সারাদেশ
  আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া (আই এইচ আর সি আই), বাংলাদেশ চেপ্টার এর উদ্বোধন
  30-12-2021

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া (আই এইচ আর সি আই), বাংলাদেশ চেপ্টার কর্তৃক আয়োজিত আলোচনা ও পরিচিতি সভায় সংগঠনের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী সিকদার, অবসরপ্রাপ্ত ডিআইজি পি আর বড়য়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া প্রফেসর গোলাম রব্বানি প্রক্টর ঢাকা বিশ^বিদ্যালয়, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. এহতেসামুল হক চৌধুরি এর ড. খন্দকার তাজমি নুর প্রমুখ।
সভায় ডা. মোঃ শাহজাহান (আন্তর্জাতিক জাজ জাতিসংঘ) মানবাধিকার বিষয়ক বিভিনড়ব তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন
উক্ত আলোচনা ও পরিচিতি সভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া (আই এইচ আর সি আই), বাংলাদেশ চেপ্টার এর ০৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। বাংলাদেশ চ্যাপ্টারে চেয়ারম্যান পদে আনন্দ মহল সরকার, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন সাধারন সম্পাদক মোঃ আয়নুল হক, আইন বিষয়ক আইন সম্পাদক এ্যডভোকেট সাগরিকা, মিডিয়া ও প্রেস সেμেটারি হাফিজুর রহমান মিলন সহ সকলের নাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান আনন্দ মহল সরকার মানবধিকার প্রতিষ্ঠা ও সমাজ সেবা মূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।