জাতীয়
  মানবাধিকার খবর ও সায়ান গ্রুপ বিশেষ সম্মাননা পুরস্কার ২০২১
  18-11-2021

মানবাধিকার বিষয়ক বিশ্বের একমাত্র নিয়মিত সৃজনশীল বাংলা প্রকাশনা ও মানবকল্যানে নিয়োজিত ‘মানবাধিকার খবর’ ১০ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে মানবিক মানুষ ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে এই প্রথম বাংলাদেশে চালু করতে যাচ্ছে মানবাধিকারের উপর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার-২০২১। দেশ-বিদেশে যেসব মানুষ, মানুষের কল্যাণে, মানবিকতা দেখিয়ে, মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় কাজ করছেন বা করে যাচ্ছেন পরিশ্রম ও একাগ্রতা দিয়ে  নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের স্বীকৃতি দিতে এ উদ্যোগ। ১০টি শ্রেণীতে সেরা মানবিক মানুষ/প্রতিষ্ঠানকে বছর সেরা মানবাধিকার উপর বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ পুরস্কারের জন্য দেশ-বিদেশ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। বিচারিক প্রক্রিয়া শেষে প্রতিবছর পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বা ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বিজয়ীদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাত থেকে তুলে দেওয়া হবে এ পুরস্কার। সংবাদপত্র হিসাবে মানবাধিকার খবর মানবিক সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজকে অগ্রসর করতে নারী ও শিশু উদ্ধারের পাশাপাশি নানান ধরনের মানবিক কাজ করে যাচ্ছে। সমাজ ও দেশের কল্যাণ হয় এরকম সব কাজের সঙ্গে মানবাধিকার খবর সব সময়ই সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। মানবিক মানুষ/প্রতিষ্ঠানকে সম্মানিত করার এই উদ্যোগের ফলে মানবাধিকার খবর সবসময়ই তাদের সম্মানিত করতে চায়।

দেশ-বিদেশের স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত ফরমে ই-মেইল, ডাক, কুরিয়ার অথবা সরাসরি আগামী ৩০ নভেম্বর-২০২১ এর মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আবেদন ফরম ডাউনলোড লিংক: https://drive.google.com/file/d/1wQjgUBrYKbq7UL-8qSbjkvK8ppfLNsQM/view?usp=sharing